স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব পেলেন বাংলাদেশের ব্যবসায়ী কুতুবউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
স্পেনের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘নাইট অফিসার’ পেলেন ব্যবসায়ী কুতুবুদ্দিন আহমেদ। কর্মময় জীবনে অসাধারণ কৃতিত্বের জন্য সর্বোচ্চ এই বেসামরিক খেতাব পেলেন তিনি। প্রতিবছর ‘অর্ডার অব সিভিল মেড়িটে’র আওতায় দেশী ও বিদেশী নাগরিকদের বিভিন্ন খেতাবে ভূষিত করেন স্পেনের রাজা।
কুতুবউদ্দিন আহমেদ তৃতীয় বাংলাদেশী হিসেবে এই খেতাব পাচ্ছেন। এর আগে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শিল্পী মনিরুল ইসলাম দেশটির সর্বোচ্চ বেসামরিক খেতাব পেয়েছেন। স্পেনের রাজা আলফোনসো অষ্টম ১৯২৬ সালে অত্যন্ত সন্মানজনক এই খেতাবটি প্রবর্তন করেন। মোট ৫টি ক্যাটাগরিতে ‘ অর্ডার অব সিভিল মেরিট’ প্রদান করা হয়। নাইট অফিসার এর একটি।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সৌদির প্রয়াত বাদশাহ ফাহাদ, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন যায়েদ ছাড়াও আলজেরিয়া, রোমানিয়া, মেক্সিকোর রাষ্ট্রপ্রতির মতো গুরুত্বপূর্ণ বাক্তিরা বিভিন্ন ক্যাটাগরিতে এর আগে এই খেতাবে ভূষিত হয়েছেন।
কুতুবউদ্দিন আহমেদ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, এনভয় ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান। এই দুটো গ্রুপের অধীনে গার্মেন্টস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আবাসন, এভিয়েশন, সেবা ও সিরামিক সহ নানা ধরণের ব্যবসা রয়েছে।
বিজিএমইএ এবং মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে প্রথমে কিছুদিন ব্যাংকে চাকুরি করেন। পরে তিনি নিজে ব্যবসা শুরু করেন। গার্মেন্টস দিয়ে তাঁর ব্যবসা শুরু হয়। বিশ্বে জিনস বা ডেনিম কাপড় উৎপাদন করার প্রথম পরিবেশবান্ধব কারখানা প্রতিষ্ঠা করে তাঁর প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল।
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিত্তিও) সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক। বাঙ্গালদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সধারণ সম্পাদকও ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাবের ভারপ্রাপ্ত আহবায়ক পদে দায়িত্ব পালন করেন। খেলাধুলায় অবদানের জন্য ২০০২ সালে জাতীয় ক্রীয়া পুরুস্কার পান। তিনি ডিএইচএল এবং দ্য ডেইলি ষ্টারের বিজনেস পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হন ২০১৭ সালে।