বাংলাদেশের বিভিন্ন খাতে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র
করোনাভাইরাস (কোভিড-১৯) পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের জ্বালানি, ওষুধ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদার বৈঠক থেকে এতথ্য জানা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি, অর্থনীতি ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ ক্র্যাচ দেশটির পক্ষ থেকে বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) দুই পক্ষের সম্মতিতে ওই বৈঠক বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
কিথ ক্রাচ জানান, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বড় বিনিয়োগ করতে আগ্রহী।বাংলাদেশে বাজারে বাড়তি সুযোগ তৈরি করে নিতে সক্ষম হবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো।
উন্মুক্ত, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভিশন এক এবং এই ভিশন অর্জনে একসাথে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলে জানানো হয়।
বৈঠকে করোনাভাইরাস (কোভিড-১৯) পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কৃষি-প্রক্রিয়াজাত, কৃষি বাণিজ্য ও পাট খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ওপর জোর দেয় বাংলাদেশ। এছাড়াও সক্ষমতা বৃদ্ধি, মেডিক্যাল শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, বয়ঃপ্রাপ্তদের স্বাস্থ্যসহ অন্যান্য সহযোগিতার জন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।
এছাড়াও বৈঠকে সমুদ্র অর্থনীতি নিয়ে আলোচনা হয়। এসময় বলা হয়, অন্তর্ভুক্তিমূলক সমুদ্র অর্থনীতির সুবিধা পাওয়ার জন্য আদান-প্রদান করবে উভয় সরকার জ্ঞান, তথ্য ও চিন্তা। সেই সাথে মাছ কোথায় আছে তা শনাক্তকরণ এবং মাছ বা সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ অনুরোধ করে যুক্তরাষ্ট্রকে।
দুই দেশ আন্তঃসীমান্ত তথ্য আদান-প্রদান করার জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট নেটওয়ার্কের প্রয়োজনীয়তায় একমত হয়। ফোর জি প্রযুক্তি সম্প্রসারণ ও ফাইপজি প্রযুক্তি স্থাপনের জন্য উভয় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার জন্য বৈঠকে উৎসাহ প্রদান করা হয়।