ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে পণ্য কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়লো

ওয়ালটনের ‘মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি’ শীর্ষক ক্যাম্পেইন স্থানীয় ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। এর আওতায় এবারের কোরবানির পবিত্র ঈদুল-আযহায় ওয়ালটন ফ্রিজ কিনে অসংখ্য ক্রেতা মিলিয়নিয়ার ও লাখপতি হয়েছেন। ফলে বরাবরের মত এই ঈদেও ফ্রিজবিক্রিতে ওয়ালটন শীর্ষে।
ফ্রিজসহ নানান পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং ব্যাপক গ্রাহকচাহিদার প্রেক্ষিতে মেয়াদ বাড়লো ডিজিটাল ক্যাম্পেইনের। এর আওতায় ক্রেতাদের জন্য থাকছে মিলিয়নিয়ার ও লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।
দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা ই-প্লাজা থেকে ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই এ সুযোগ পাচ্ছেন ক্রেতারা।পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ডিজিটাল ক্যাম্পেইনের এসব সুবিধা থাকছে।
জানা গেছে, ওয়ালটন অনলাইনে বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে। এখন চলছে সিজন ৭। এর আওতায় ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতারমোবাইল ফোন নম্বর, নাম এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, গ্রাহক ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্খিত সেবা পাচ্ছেন। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও ফিডব্যাক জানতে পারছেন গ্রাহকের। এই কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মিলিয়নিয়ারসহ নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেয়া হচ্ছে।
সিজন ৭-এ ইতোমধ্যে ওয়ালটন ফ্রিজ কিনে অসংখ্য ক্রেতা মিলিয়নিয়ার ও লাখপতি হয়েছেন। মিলিয়নিয়ারদের মধ্যে কয়েকজন হচ্ছেন- নওগাঁর গামছা বিক্রেতা সোলায়মান হক, গাজীপুরের দর্জি ওয়াজেদ আলী, রাঙ্গামাটির মুরগির খামারি চাইথোয়াইঅং মারমা, রাজধানীর দক্ষিণ কাফরুলে গৃহিণী সুফিয়া খাতুন, দিনাজপুরের খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রণজিত চন্দ্র রায়, চট্টগ্রামে মাছচাষী নাজিম উদ্দিন, মৌলভীবাজারে গৃহিণী গয়না বেগম, কুমিল্লা লাকসামের ইউনুস মিয়া, পাবনার চাটমোহরে সোহেল রানা এবং ঠাকুরগাঁওয়ে মো. জহিরুল ইসলাম। এছাড়া ওয়ালটন পণ্যের কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার ক্রেতারা পেয়েছেন ।