বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ীর তালিকায় প্রথম বাংলাদেশি মাহবুবুর রহমান

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক খাত ও সামাজিক প্রতিষ্ঠানের ১৫০ জন প্রভাবশালী শীর্ষ নেতার তালিকায় যুক্ত হয়েছেন।
প্রথম বাংলাদেশি হিসাবে এ তালিকায় যুক্ত হলেন ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাহবুবুর রহমান।
সম্প্রতি হার্ভার্ড বিজনেস স্কুলের (এইচবিএস) বেকার লাইব্রেরির ‘ক্রিয়েটিং ইমার্জিন মার্কেট প্রজেক্টের’ (সিইএমপি) আওতায় নেওয়া হার্ভার্ড বেকার লাইব্রেরির ঐতিহাসিক সংগ্রহে থাকবে তার সাক্ষাৎকার। —প্রেস বিজ্ঞপ্তি