ঈদের আগে সব পোশাক কারখানা কি বেতন-বোনাস দিতে পারবে?

বাংলাদেশে প্রতি বছরই ঈদের আগে বকেয়া বেতন-বোনাসের দাবিতে পোশাক খাতে কমবেশি অস্থিরতা দেখা দেয়। বহু শ্রমিক রাস্তা অবরোধ করে আন্দোলন করেন, এ সময় চরম ভোগান্তিতেও পড়ে জনগণ।
জনগণের এমন ‘ভোগান্তি লাঘবে’ সম্প্রতি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেসব পোশাক কারখানা বেতন বোনাস দিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে তাদের একটি তালিকা প্রকাশ করেছে।
তারা বলছে, পোশাক শিল্প মালিকরা ঈদের আগেই যাতে বেতন বোনাস পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে পারে সেজন্য আগাম সতর্কতার অংশ হিসেবেই তা করা হয়েছে।
প্রশ্ন দাঁড়িয়েছে, পোশাক শিল্প মালিকরা বেতন পরিশোধ করতে না পারলে সরকার কি ব্যবস্থা নিতে পারে?
আর ব্যবসায়ীরাই বা এই ধরনের পরিস্থিতি এড়াতে কি পদক্ষেপ নিচ্ছেন?
পোশাক শিল্প মালিকরা বলছেন, যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইতোমধ্যেই তারা কারখানাগুলোর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিয়েছেন।
এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংককে তাদের পাওনা প্রণোদনা ছাড়ের অনুরোধও করা হয়েছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, কোনও কারখানা বেতন দিতে ব্যর্থ হলে মধ্যস্থতার উদ্যোগ নেয় সরকার। এমন কী প্রয়োজন সাপেক্ষে সরকারের নির্ধারিত তহবিল থেকেও সহায়তা দেওয়া হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তালিকায় যা রয়েছে
আসন্ন ঈদুল ফিতরের আগে যেসব শিল্প-কারখানাগুলো বেতন ও বোনাস পরিশোধে সমস্যায় পড়তে পারে এমন সব প্রতিষ্ঠানের তালিকা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
এ তালিকা অনুযায়ী, সমস্যায় পড়তে পারে এমন শিল্প কারখানার সংখ্যা ৪১৬টি।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক হাজার ৫৮৯টি কারখানার মধ্যে এই তালিকায় রয়েছে ১৭১টি।
এদের মধ্যে বেতন দিতে ব্যর্থ হতে পারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৬টি, বোনাস দিতে ব্যর্থ হতে পারে ৪১টি।
বেতন ও বোনাস উভয়ই দিতে ব্যর্থ হতে পারে এমন প্রতিষ্ঠান ৭৪ টি।
এ তালিকায় দেখা যায়, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য ৭১টি।
এদের মধ্যে বেতন দিতে ব্যর্থ হতে পারে ২১টি কারখানা, বোনাস দিতে ব্যর্থ হতে পারে ২৮টি কারখানা।
বেতন ও বোনাস দুইটিই দিতে ব্যর্থ হতে পারে এমন কারখানার সংখ্যা ২২টি।
তালিকাটিতে বলা হচ্ছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২৯টি কারখানা বেতন বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারে।
এদের মধ্যে শুধু বেতন দিতে ব্যর্থ হতে পারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। বোনাস দিতে ব্যর্থ হতে পারে চারটি প্রতিষ্ঠান।
বিটিএমএ’র প্রতিষ্ঠানের মধ্যে বেতন ও বোনাস উভয়ই দিতে ব্যর্থ হতে পারে ১২টি।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এই তালিকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেপজার ৩৮৩টি কারখানার মধ্যে ১৩টি কারখানা রয়েছে।
এগুলোর মধ্যে তিনটি কারখানা বেতন দিতে ব্যর্থ হতে পারে। বোনাস দিতে ব্যর্থ হতে পারে সাতটি।
বেতন ও বোনাস দুইই দিতে ব্যর্থ হতে পারে আরো তিনটি কারখানা।
এছাড়াও অন্যান্য ৬৫১টি কারখানার মধ্যে সমস্যা হতে পারে ১৩২টি কারখানাতে।
এর মধ্যে বেতন দিতে ব্যর্থ হতে পারে ৩৮টি, বোনাস দিতে ব্যর্থ হতে পারে ২৮টি কারখানা।
বেতন ও বোনাস দুইটিই দিতে ব্যর্থ হতে পারে ৬৬টি কারখানা।-বিবিসি
এবিসিবি/এমআই