সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনসহ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, মুন্নী সাহা ও তার স্বামী এমএস প্রমোশনের (বিজ্ঞাপনী সংস্থা) স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এবং এ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক থেকে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চাওয়া হবে। এ ছাড়া নিজস্ব পদ্ধতিতে দুদক অনুসন্ধান চালাবে।
গত ৩০শে নভেম্বর রাতে কাওয়ান বাজারে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা-পুলিশ। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তবে সেবার মধ্যরাত ২টার পর ডিএমপি’র গোয়েন্দা (ডিবি) কার্যালয় থেকে মুক্তি পেয়ে যান মুন্নী সাহা। অসুস্থ থাকায় জামিনের শর্তে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় তাকে।
এর আগে ৬ই অক্টোবর বিএফআইইউ মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে। ব্যাংক হিসাবের বাইরে গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫, রোজাগ্রীণে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীতে গুলিতে নিহত শিক্ষার্থী নাঈম হাওলাদারের (১৭) বাবা মো. কামরুল ইসলাম যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। সে মামলার একজন আসামি মুন্নী সাহা।
-মানবজমিন