রিমান্ডে নুরুল হককে নির্যাতন করা হয়েছে, সংবাদ সম্মেলনে অভিযোগ স্ত্রীর
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী মারিয়া আক্তার। তিনি বলেছেন, নির্যাতন সহ্য করতে না পেয়ে তিন থেকে চারবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন নুরুল।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নুরুল হক নূরসহ আটকৃতদের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে’ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মারিয়া নূর। এ সময় তিনি বলেন, আদালতকে বারবার অনুরোধ করার পরেও নুরুলের সঙ্গে দেখা করার সুযোগ পাননি।
সংবাদ সম্মেলনে স্বামীর সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান নুরুলের স্ত্রী। তিনি বলেন, ‘আমার রাজনীতি করতে হবে না, দরকার নেই। আমাদের খুব চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না। শুধু ওকে আমাদের কাছে ফেরত দিন।’