Type to search

Lead Story অর্থ ও বাণিজ্য বাংলাদেশ সম্পাদকীয় ও মতামত

আত্মহত্যা: প্রেসক্লাব চত্বরে কেন গায়ে আগুন ধরিয়ে দিলেন গাজী আনিস?

সোমবার বিকাল পাঁচটার দিকে জাতীয় প্রেস ক্লাবের ফটকের ভেতরের খোলা স্থানে গাজী আনিস নিজের শরীরের আগুন ধরিয়ে দেন।

ঢাকার প্রেসক্লাব প্রাঙ্গণে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়ার এক নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন এক ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া গেলেও মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার ওই ঘটনায় একটি প্রসাধনী কোম্পানি হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শাহবাগ থানার ওসি মোঃ মওদুত হাওলাদার বিবিসি বাংলাকে বলছেন, ”আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হেনোলাক্সের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেছেন তার ভাই নজরুল ইসলাম। আমরা আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।”

সোমবার প্রেসক্লাবের সামনের খোলা চত্বরে এই ব্যক্তি হঠাৎ করেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।

Translate »