জেলা প্রতিনিধিঃ মানব সেবায় পাশে আছি, সবসময়- এই স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলফুল সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ৪০ জন অসহায় প্রতিবন্ধী ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার (২ মে) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা সদরের কুখরালী আমতলায় হিলফুল সামাজিক উন্নয়ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গরিব ও অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই, চিনি, কিসমিস ও বাদাম বিতরণ করা হয়।
অতিথিবৃন্দরা হিলফুল সামাজিক উন্নয়ন সংগঠনের অসহায় গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণী উদ্যোগকে একটি ইতিবাচক দিক এবং মানবতার সেবায় নিবেদিত একটি মহৎ উদ্যোগ বলে প্রশংসা করেন। এবং এই কার্যক্রমকে উদাহরণ হিসেবে বিবেচনা করে অন্যান্যদেরকে এধরণের মানবতার সেবার উদ্যোগ নিয়ে সমাজে অবহেলিত অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় কথা উল্লেখ করেন।
এসময় সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে মো শরিফুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ কামরুজ্জামান, মোদাচ্ছের রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নাজমুল হুদা, সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী (বাবু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান সাজু, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, নির্বাহী সদস্য সুমন হোসেন, ফয়সাল হোসেন, রিপন হোসেন, ইমন হোসেন, ফরহাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিসিবি/এমআই