Type to search

সারাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২ বাসের সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ১০

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কা দিলে ২ জন নিহত এবং ১০জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিভিন্ন হাসপাতালে আহতদেরকে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে রাজা এন্ড সন্স পরিবহন নামের যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান এন্ড আরিদা পরিবহনের অপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আদনান এন্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন পথচারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের। দুর্ঘটনা কবলিত বাস দুটি ঘটনাস্থলেই রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Translate »