সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি: ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা
জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি গত কয়েক দিন ধরে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে এখনও অনেক সড়ক পানির নিচে ডুবে রয়েছে। বানের জলে জেলার প্রধান সড়কগুলো ব্যাপকভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত। অনেক সড়ক বিধ্বস্ত হয়ে পড়েছে।
বন্যার পানিতে সড়ক ভেঙে জেলা সদরের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দোয়ারা বাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ ও ছাতক উপজেলার। অনেক সড়কের ভাঙা স্থানে সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে। ফলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত হয়েছিল সুনামগঞ্জ জেলার সব রাস্তাঘাট-ঘরবাড়ি। সারা দেশের সাথে সুনামগঞ্জ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দিন দিন। সেইসঙ্গে জেলা সদরের সাথে জেলার সব উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
বন্যা পরিস্থিতির উন্নতিতে তাহিরপুর ও শান্তিগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ চালু হলে এখনও দোয়ারাবাজার, জামালগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেক সড়ক ভেঙে খালের মত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ৩ লক্ষাধিকেরও বেশি মানুষ। শুধু তাই নয় অনেক সড়কে পায়ে হেঁটে চলাচলই কষ্টকর হচ্ছে।
এবিসিবি/এমআই