Type to search

শিক্ষা সারাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় তিন শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. বদরুল কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে, শুধু নামা জানা গেছে আরেকজনের।

তারা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ফুল ঘাগরাখালি এলাকার বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহীর পুঠিয়া থানার নন্দনপুর এলাকার হেলাল উদ্দীনের ছেলে সুজন (২১) ও সিয়াম (২১)। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানিয়েছেন, সকাল ৬টার দিকে হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি মোটরসাইকেল মান্নান নগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এবিসিবি/এমআই

Translate »