সাতক্ষীরায় একই পরিবারে ৪ হত্যাকাণ্ড: ভাই রায়হানুল আটক, ১০ দিনে রিমান্ড চেয়েছে পুলিশ
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি এলাকার স্বামী-স্ত্রী ও তাদের ২ সন্তানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহকর্তা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের মৎস্য হ্যাচারি মালিক শাহিনুর রহমানের (৪০) ভাই রায়হানুল ইসলামকে আটক করা হয়েছে।
রায়হানুল ইসলামকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে। রায়হানুল মৃত্যু শাহীনুরের মেজ ভাই।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জিজ্ঞাসাবাদের জন্য রায়হানুলকে পুলিশ কলারোয়া থানায় নিয়ে যায়। পরে তাকে আটক দেখানো হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, রায়হানুলকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি আমরা। শুনানি শেষে কোর্ট এ বিষয়ে নির্দেশনা দেবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের মৎস্য হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (১০) ও মেয়ে তাসনিমকে (৭) কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। তবে হত্যাকারীরা ৪ মাসের শিশু কন্যা মারিয়াকে কিছু করেনি।
হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, শাহিনুর মাছের ব্যবসা করতেন। সে খুব ভালো মানুষ ছিলেন। গ্রামে কারো সঙ্গে ঝগড়া বিবাদ করতে শুনিনি। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ময়নাতদন্ত শেষে শাহীনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতেই ব্রজবাকসা গ্রামে শাহিনুরের মামা আবদুল কাদেরের পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
কলারোয়া থানার ওসি (চলতি দায়িত্বে) হারান চন্দ্র পাল বলেন, মৃত্যু শাহিনুরের শাশুড়ির লিখিত এজাহারটি দাখিল করা হয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে সিআইডির ওপর দায়িত্ব দেয়া হয়েছে।
মামলা তদন্তের দায়িত্বে থাকা সিআইডির পরিদর্শক আকতার হোসেন বলেন, মৃত্যু শাহিনুরের ভাই রায়হানুলকে হত্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার নিকট হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মামলার তদন্তের স্বার্থে সব বিষয় উপস্থাপন করা সম্ভব না এই মুহূর্তে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন জানান, একাধিক কারণে নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ইতোমধ্যে বেশ কিছু বিষয় আলোচনায় চলে এসেছে।। মৃত্যু ভাই রায়হানুল ইসলামকে হত্যা মামলায় গ্রেফতার করেছে সিআইডি। এর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব, জমি-জমা সংক্রান্ত বিরোধ, ব্যবসা সংক্রান্ত বিরোধ থাকতে পারে। মৃত্যুর বিরুদ্ধে মাদকের মামলা ছিল। সব কয়টি বিষয় যাচাই-বাছাই করছি আমরা। হত্যাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এ নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।