সাতক্ষীরায় অসহায় মানুষের মাঝে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষে খাদ্য সহায়তা বিতরণ
জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার রিং বাঁধ ভেঙ্গে প্লাবিত বানভাসি বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আশাশুনির শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও নাকতাড়া বাজার এলাকায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বানভাসি অসহায় মানুষের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র চেঞ্জ মেকার প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু।
প্রধান অতিথির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট বলেন, রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা সব সময় অসহায় মানুষের জন্য আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। আশাশুনি উপজেলার রিং বাঁধ ভেঙ্গে কয়েকটি ইউনিয়ন জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে অসহায় মানুষ। একদিকে মহামারী করোনার ছোবল অন্য দিকে বানভাসি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। আমি ঢাকায় বসবাস করলেও আমি সাতক্ষীরার সন্তান। অসহায় মানুষের কথা ভেবে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে এ খাদ্য সহায়তা আপনাদের জন্য নিয়ে এসেছি। অসহায় মানুষের দুঃখে আমি দারুনভাবে মর্মাহত হয়েছি। আমি আশা করি মহান আল্লাহর রহমতে এলাকার মানুষ এ দুর্যোগ মোকাবেলা করে আবারও ঘুরে দাড়াবে।’খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র আরটিএন প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও এবিসিবি নিউজের খুলনা ব্যুরো চীফ সৈয়দ জয়নুল আবেদীন জসি, সাতক্ষীরা রাইফেলস্ ক্লাবের সদস্য মাহফুজুর রহমান, সাগর ও আব্দুল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।