সাতক্ষীরার কলারোয়ায় বাস-পিকআপের সংঘর্ষে ২৫ জন আহত

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বাস, পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা টু যশোর সড়কের কলারোয়ার তুলশিডাঙ্গায় বাসটি এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মাছ ভর্তি পিকআপ আসছিল। তুলশিডাঙ্গায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে সামনে থেকে ধাক্কা দিলে বাসটি একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে। এ সময় একটি যাত্রীবাহী মোটরসাইকেলেও ধাক্কা লাগে। আহতদের মধ্যে ২০ জনকে কলারোয়া স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করা হয়। ও পাঁচজন কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের কে সাতক্ষীরা সদর হাসপাতালে ও কলারোয়া স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।