সাতক্ষীরা সদরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ
মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৩০টি বাইসাইকেল ও ৬৮ জন শিক্ষার্থীকে ২,২০০/ (দুই হাজার দুই শত টাকা) করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।