সাংবাদিক স্বপ্না গুলশানের পিতার মৃত্যু
সদ্য প্রয়াত মো: আব্দুল ওয়াদুদ খান
মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর নিবাসী মো: আব্দুল ওয়াদুদ খান আজ দুপুর ২টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র সাংবাদিক ও এবিসিবি নিউজের সম্পাদক স্বপ্না গুলশানের পিতা ।
আজ সোমবার (২ জানুয়ারি) সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো: মওদুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ” আব্বাজান বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে বাড়ীতেই চিকিত্সা নিচ্ছিলেন তিনি। তবে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে ১৫ ডিসেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর জরুরী ভিত্তিতে আইসিইউতে নেয়া হয় । অবস্থার কিছুটা উন্নতি হলে ১৮ ডিসেম্বর আইসিইউ থেকে আবারো ২৫৫ নন্বর কেবিনে ফেরত আনা হয় । সেখানেই চিকিত্সা চলছিল ।”
তিনি আরো জানান “ আব্বার শারীরীক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাডী নেয়ার প্রস্তুতি চলছিল।”
তবে ১লা জানুয়ারী রাতে হঠাৎ অবস্থার অবনতি হতে থাকে । পরদিন সকালে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টায মৃত্যুবরণ করেন তিনি ।
মরহুমের কনিষ্ঠ পুত্র ও এনসিসি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো: মনজুরুল ইসলাম জানান, “চিকিতসার জন্যে প্রয়োজনে যদি ভারতে নিতে হয় সেটা ভেবে আব্বাজানকে ঢাকা না নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ভালই চিকিত্সা চলছিল সেখানে। কিন্তু হাসপাতাল থেকে বাডী নেয়ার আগের দিন হঠাৎ শারীরীক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে ।”
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি ।
আজ এশার নামাজের পরে সুলতানপুর পিএন হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে কামালনগর গোরস্থানে দাফন করা হবে। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
মরহুমের মৃত্যুতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আব্দুল ওয়াদুদ খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে মাস্টার্স সম্পন করে দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন । এলাকাতে সবচেয়ে উচ্চ শিক্ষিত বয়োজ্যষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি ।
এবিসিবি/এমআই