Type to search

সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের পুরনো বোমা

শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের পুরনো বোমা-abcb news

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং কাজ করার সময় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ কেজি ওজনের অনেক পুরনো একটি বোমা।

বুধবার সকাল ৯টার দিকে জেনারেল পারপাস (জিপি) গোলাসদৃশ বোমাটি পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে। উদ্ধার হওয়া বোমাটি স্বাধীনতা যুদ্ধকালের হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ‘কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের কাজ করার সময় বুধবার সকাল ৯টার দিকে মাটির নিচ থেকে ২৫০ কেজি ওজনের একটি জেনারেল পারপাস (জিপি) বোমাসদৃশ বস্তু পাওয়া যায়।

খবর পেয়ে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তী সময়ে নিরাপদ স্থানে বোমাটি ডিমোলিশ বা ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে বিমানবাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়।

আইএসপিআর পরিচালক বলেন, বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, পাইলিংয়ের সময় মাটির ১৫ ফুট নিচ থেকে প্রায় আড়াইশ কেজি ওজনের বোমাটি উঠে আসে। এটির দৈর্ঘ্য প্রায় ৩ মিটার। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবাহিনীকে জানানো হলে তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে দুপুরের মধ্যে এটি নিষ্ক্রিয় করে।

তৌহিদ উল-আহসান জানান, এই বোমা বা গোলাটি মূলত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা হয়ে থাকে। এটি মূলত বিমানবাহিনীর ব্যবহারের জন্য। ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধকালে শত্রুপক্ষ এই বোমা ভূমিতে নিক্ষেপ করেছে।

বুধবার বিমানবন্দরে এই বোমা উদ্ধারের ঘটনার পর যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বিমানবন্দরের কর্মকর্তা, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাটি পরীক্ষা-নিরীক্ষার পর সেটি নিষ্ক্রিয় করা হয়।

Translate »