রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান, অস্ত্রসহ দুই জঙ্গি আটক

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ২ সদস্যকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের তিনটি করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, টি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি কার্টিজ, দুইটি একনলা বন্দুক, ১১টি ১২ বোরের কার্তুজ, ১০০ রাউন্ড .২২ বোরের গুলি, একটি মোবাইল ও নগদ দুই লাখ ৫৭ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে রনবীর ও তার সহযোগী আইইডি বা বোমা বিশেষজ্ঞ মো. আবুল বাশার মৃধা ওরফে আলম।
র্যাব জানায়, গত বছরের ২০ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তর, গোয়েন্দা শাখা এবং র্যাব-৭ রাঙামাটির বিলাইছড়িতে অভিযান পরিচালনা করে আত্মগোপনকৃত ৭ জঙ্গি এবং তাদের সহায়তাকারী তিন কেএনএফ সদস্যকে আটক করে। আটকদের মধ্যে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখার উপ-প্রধান সৈয়দ মারুফ আহমেদ মানিক ছিলেন।