Type to search

সারাদেশ

রাজশাহীর মোহনপুরে ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ৫

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গাড়ীর ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাকশৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের একটি গরুবাহী ভটভটি, একটি যাত্রীবাহী অটোরিকশা ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।

এরা হলেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম (২৮), মোহনপুরের সাঁকোয়া গ্রামের সাইকেল চালক আবুল হোসেন (৭৫), বাগমারা উপজেলার গোবিন্দপাড়া  ইউনিয়নের জিউপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া এলাকার আনসারুজ্জামান (৮০), বাগমারা উপজেলার জিউপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মামুন (৩৫)। ভটভটি চালক মামুনসহ আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, বাকশৈল এলাকায় মোহনপুর থেকে কেশরহাটগামী সাইকেলের সঙ্গে প্রথমে অটোরিকশার সংঘর্ষ হয়। পরে বাগমারা থেকে সিটিহাটগামী গরু বোঝাই শ্যালো চালিত ভটভটি, সাইকেল ও অটোরিকশাকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এই দুর্ঘটনায় মোহনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এবিসিবি/এমআই

Translate »