Type to search

সারাদেশ

রাজধানীর কোথায় কখন লোডশেডিং

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (১৯ জুলাই) লোডশেডিং শুরু হয় দেশজুড়ে। আজও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত লোডশেডিং হবে রাজধানীর বিভিন্ন এলাকায়।

আজ শুক্রবার (২২ জুলাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও  ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং হবে- তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ২টির ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এই তালিকা গ্রাহকরা দেখতে পারবেন।

মহামারি করোনাভাইরাসের মধ্যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি আমদানি কমিয়ে দেওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থা মোকাবিলায় বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে গত মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »