Type to search

সারাদেশ

রংপুরের নব্বীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৭

জেলা প্রতিনিধিঃ রংপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও ৭জন আহত হয়েছেন। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্বীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানিক পরিবহনের বাসটি রংপুর থেকে যাচ্ছিল কুড়িগ্রাম। পথে নব্বীগঞ্জ এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় ৭জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, মানিক পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »