Type to search

সারাদেশ

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ সহপাঠী নিহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা  এলাকার সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর এলাকার নাজির আলীর ছেলে আরমান (২০) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (২২)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত সালমানের কাকা রনি হোসেন জানান, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটাএলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পরিবহন (বাস-ট্রাক নিশ্চিত নয়) সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাইনি।

এদিকে, দুর্ঘটনায় ৩ সহপাঠী নিহতের খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে স্বজনদের শান্ত্বনা দিতে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি নিহতের স্বজনদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করেন।

এবিসিবি/এমআই

Translate »