Type to search

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবারে (২৩ জানুয়ারি) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাজধানীর হাজারীবাগ থানার ৩১/১ মনেশ্বর রোড এলাকার মৃত হাজী মো. তারিক উল্লাহর ছেলে মো. নাহিদ উল্লাহ (২৬) ও ৬৯ গজমহল রোড এলাকার মো. আব্দুর রহিম মিন্টুর ছেলে মো. মহিউদ্দিন (২৭)।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন বলেন, নিহতরা অন্যান্য বন্ধুদের সঙ্গে টি মোটরসাইকেল যোগে ৬জন বন্ধু ঢাকা থেকে রাঙ্গামাটি উদ্দেশ্যে যাচ্ছিলেন। পরে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর আসলে একই দিকে একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-২২-২৫১৫) সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যান ও চালক আল-আমিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

Translate »