ভোলায় খুঁটির সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতনের অভিযোগ
জেলা প্রতিনিধিঃ ভোলায় ২৩ বছরের এক কিশোরকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বান্দেরপাড় এলাকায় ২৩ বছর বয়সী ওই তরুণকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লেও গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত পুলিশের অজানা ছিল।
জানা গেছে, গত সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের বান্দের পাড় এলাকায় তাকে নির্যাতন করা হয়। ওইদিন দুপুরেই শ্রীপুর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোতাহার জমাদ্দার তাকে নিয়ে যায়।
এসময় ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম খালাসি সেখানে উপস্থিত ছিলেন। তার সামনেই তাকে নির্যাতন করা হয়। এক যুবক নির্যাতনের ওই ভিডিওটি তার মোবাইলে ধারণ করেন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, আনুমানিক ৫০ বছর বয়সী এক লোক তার ডান হাতে রশি পেঁচিয়ে দোকানের একটি খুঁটির সাথে বেঁধে বাঁশের লাঠি দিয়ে তাকে নির্যাতন করছে। এসময় নির্যাতিত কিশোর ‘মারে-বাবারে’ করে চিৎকার দিতে থাকে এবং বারবার নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানান। এসময় সেখানে স্থানীয় ইউপি সদস্যসহ বেশ কয়েকজন কিশোর, যুবক ও বৃদ্ধ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য জানান, কোনোকিছু বুঝে ওঠার আগেই ওই চৌকিদার তাকে মারতে শুরু করেন। তাকে থামানোর চেষ্টা করেও কেউ থামাতে পারেনি।
শ্রীপুর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার জমাদ্দার বলেন, স্থানীয় ইউপি সদস্য জসিম খালাসি তাকে ফোন করে ঘটনাস্থলে নেন এবং তাকে তার হাতে তুলে দিলে তিনি নিয়ে শ্রীপুর চলে যান তাকে। এরপর শ্রীপুরে তাঁর চিকিৎসা করানো হয়।
গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাপ্তা ইউনিয়নের শুটিং স্কুল এলাকায় গিয়েও ওই নির্যাতনকারীকে খোঁজে পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনাটি তার জানা নেই। তিনি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
এবিসিবি/এমআই