Type to search

শিক্ষা সারাদেশ

বেইলী রোডে আগুন: অতিরিক্ত ডিআইজির কন্যাসহ বুয়েটের ২ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বেইলি রোডের বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে লামিসা ইসলাম ও নাহিয়ান আমিন নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

লামিসা ইসলাম বুয়েটের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী ও পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত ডিআইজি মো. নাসিরুল ইসলামের মেয়ে। আর নাহিয়ান আমিন তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল  (ইইই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। লামিশার গ্রামের বাড়ি ফরিদপুরে এবং নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

স্বজনরা জানায়, বুয়েটের বন্ধু নাহিয়ান আমিনের সঙ্গে ওই ভবনের একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন লামিসা। আগুনে ২ জনই মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায়  এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »