বাবার মামলা খারিজ, মায়ের কাছেই থাকবে ২ জাপানি শিশু
জাপান থেকে আসা ২ শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে বাবার করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে ওই ২ জাপানি শিশুর তাদের মায়ের হেফাজতে থাকতে আর কোনো আইনি বাধা রইলো না।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রোববার মামলাটি খারজি করে দেন।
শিশুদের মায়ের আইনজীবী শিশির মনির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত মামলা খারিজ করে দেওয়ায় শিশু ২ টি তাদের মায়ের জিম্মায় থাকবে।
এর আগে ১৫ জানুয়ারি তাদের বক্তব্য শুনে রেকর্ড করেন একই আদালত। জাপান থেকে আসা ২ শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পারিবারিক আদালতে মামলা করেন তাদের বাবা ইমরান শরীফ। মামলায় বাদীপক্ষের ৩ জন আদালতে সাক্ষ্য দেন। আর বিবাদীপক্ষে সাক্ষ্য দেন ওই ২ শিশুর মা নাকানো এরিকো। সাক্ষ্যগ্রহণ ও ২ পক্ষের যুক্তিতর্ক শুনে এ রায় ঘোষণা করেন আদালত।
এবিসিবি/এমআই