Type to search

সারাদেশ

বরিশালে মেয়ের গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ

বরিশাল সংবাদদাতা : বরিশালের উজিরপুরে দেড় বছর বয়সি মেয়ের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তারই মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে উজিরপুর থানায় মামলা করেন ওই গৃহবধূর স্বামী। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম শোলক গ্রামে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন।

উজিরপুর থানার ওসি জিয়াউল হক মামলার বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার ওই গৃহবধূর স্বামী ঢাকায় ছিলেন। এই সুযোগে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে লিটন সরদার ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তার স্ত্রী বাঁধা দেওয়ায় তাদের দেড় বছর বয়সি মেয়ের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লিটন তাকে ধর্ষণ করে। এই ঘটনায় বিচার চেয়ে গত মঙ্গলবার রাতে উজিরপুর থানায় মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী। এরপর থেকে অভিযুক্ত লিটন পলাতক রয়েছে।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেন, তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Translate »