বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর: ২ ছাত্র ৫ দিন ও ২ শিক্ষক ৪ দিনের রিমান্ড মঞ্জুর

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর মামলায় আটক দুই ছাত্রকে ৫ দিন করে এবং ২ শিক্ষককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে, সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন ২ মাদ্রাসা ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম নাহিদের দশ দিন করে এবং শিক্ষক আল আমিন ও ইউসুফের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক রেজাউল করিম আজ রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
জেলা পুলিশের তথ্যমতে, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার দায়ে গত শনিবার রাতে শহরের জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসউদ (র.) মাদ্রাসা শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইউসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও মো. সবুজ ইসলাম নাহিদকে (২০) আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার নেপথ্যের কারণসহ পুলিশ ক্লু উদ্ধার করেছে।
এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য চত্বরে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় পুলিশ এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। ভাস্কর্য চত্বরের মাত্র ২৫/৩০ গজ দূরত্বে দায়িত্বরত পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা ফিল্মি কায়দায় গুলিবর্ষণ ও কালো পতাকা টানিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।