ফেনীতে স্বর্ণ ডাকাতি: ‘মূল পরিকল্পনাকরী’ পুলিশ কর্মকর্তা আটক
জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ফেনীতে গ্রেপ্তার করে ২০টি স্বর্ণের বার ডাকাতির মামলায় ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ এসআই ফিরোজ আলমকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মনপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম এতথ্য নিশ্চিত করেন।
তদন্ত কর্মকর্তা বলেন, অধিকতর তদন্তে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসাবে নিশ্চিত হয়ে এসআই ফিরোজকে আটক করা হয়। পরিস্থিতি বুঝে তার বিরুদ্বে রিমান্ড আবেদন করা হতে পারে।
এদিকে, তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে ওসি সাইফুল ইসলাম ও দ্বিতীয় দফায় ৩ দিন করে রিমান্ড শেষে এসআই মোতাহের হোসেন, এসআই নুরুল হক, এসআই মিজানুর রহমান, এএসআই অভিজিৎ রায় ও এএসআই মাসুদ রানা কারাগারে রয়েছেন।
গত ২৩ আগস্ট মামলার বাদী ব্যবসায়ী গোপাল দাশের গাড়ি চালক শওকত আলী ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর ১৮ আগস্ট পুলিশের গাড়ি চালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন আদালতে জবানবন্দি দেন। পাশাপাশি বাদীর সাবেক ব্যবসায়ী অংশীদার সমিদুল আলম ভুট্টো ১৫ আগস্ট রোববার ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকেও মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৮ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের কাছ থেকে ২০টি স্বর্ণের বার ডাকাতি করা হয়। এ ঘটনায় ১০ আগস্ট জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)-এর ওসি সাইফুলসহ ৬ কর্মকর্তার বিরুদ্বে থানায় মামলা দায়ের করেন গোপাল কান্তি দাশ। একইদিন ওই ৬জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
এবিসিবি/এমআই