ফরিদপুরের ভাঙ্গায় টোলপ্লাজায় বাস উল্টে ৪ জনের মৃত্যু, আহত ২৫

জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসের বগাইল টোলপ্লাজায় বুধবার (২০ জানুয়ারি) দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে ৪ যাত্রী নিহত এবং ২৫ যাত্রী গুরুত্বর আহত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে মৃত্যু ও আহতদের উদ্ধার করে। ১৫ আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাঠালবাড়ী থেকে দুরন্ত পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৩১১৪) ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ভাঙ্গার বগাইল নাম টোলপ্লাজার আইল্যান্ডের উপর উঠে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাই।
তিনি আরও জানান, এসময় নুরজাহান (৩৫) সহ অজ্ঞাত আরো ২ নারীর লাশ উদ্ধার করা হয়, বাসের নিচে চাপা পড়া অবস্থায় নিহত রসিদ মোল্লা(৫৫) পিতা-আলমাস, জীবননগর চুয়াডাঙ্গা।। একই সাথে গুরুত্বর আহত আল-আমিন(১৯), মোঃ হুসাইন মোল্লা(৩০), আব্দুর রহিম(১২), মোঃ জাকির(৩০), সেন্টু মাতুব্বর(৩৫), রফিকুল ইসলাম(৬), আলেক সর্দার(৭৫), নুরজাহান(৪০), নুরুল আমিন(৪৫), রুপা আক্তার(৭), আবু হানিফ(৩২), সাব্বির(২০), সজীব মালো(২০), বর্ষা(২০) সহ বেশ কয়েকজনকে ভাঙ্গা হাসপাতালে প্রেরন করি।
এ বিষয়ে, ভাঙ্গা হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক মহসিন ফকির বলেন, গুরুত্বর আহত রুগির সংখ্যা প্রায় ১৫ জন এদের অনেকের হাত, পা মাথা থেতলে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।