Type to search

বাংলাদেশ সারাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাক চাপায় সহোদর ভাইসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ফরিদপুর-ভেড়ামারা সড়কে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়ছে। গুরুতর আহত হয়েছে ১ জন।

নিহতরা হলেন উপজেলার চরভাঙ্গুড়া পুর্বপাড়া এলাকায় আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন (১৮) ও ইমন হোসেন(১২) এবং শফিউর রহমানের মেয়ে ছুম্মা খাতুন(১২)। নূপুর খাতুন (২৮) নামের আরও একজন নারী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দুপুরে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সুন্নতে খাৎনার দাওয়াতে একই পরিবারের ৫ ব্যক্তি অটোরিকশা যোগে উপজেলার হাটগ্রামে যাওয়ার পথে ভেড়ামাড়া টিকটিকি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে (মেট্রো- ট ২০৪১২৮)। চালক ও হেলপার পলাতক রয়েছে।

Translate »