Type to search

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে নারীকে ৫ খণ্ড করে হত্যা, শরীরের আরও তিন অংশ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে উত্তর জাহাজমারা এলাকায় বুধবার (৭অক্টোবর) সকালে শামুক কুড়াতে গিয়ে নির্মম হত্যার শিকার হন নুর জাহান (৫৮) নামের এক নারী। দুর্বৃত্তরা তাকে হত্যার পর পাঁচ খণ্ড করে ফেলে যায়। ঘটনার দিন পুলিশ পাশের ধানের ক্ষেত থেকে কোমরের অংশ ও কাটা মাথা উদ্ধার করলেও শরীরের অন্য অংশগুলো খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ওই নারীর বাড়ির অদূরে একই ধান ক্ষেতের মাঠ থেকে পুলিশ তার শরীরের গলা থেকে বুকসহ কোমরের উপরিভাগ ও ২ পা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিহতর ছেলে হুমায়ুন কবির বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত নারী নুর জাহান উত্তর জাহাজমারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার পরির্দশক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, সকাল থেকে পুলিশ ও গ্রামের লোকজন একই ধান ক্ষেতের মাঠে তল্লাশি করে এক পর্যায়ে শরীরের আলাদা ৩ অংশ উদ্ধার করে। নিহতর লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দুপুরে ঘটনাস্থল থেকে ফিরে এ হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, গরীর বিধবা এই নারীকে কেন, হত্যা করেছে কারা তা এখনও জানা যায়নি, তদন্ত চলছে।

Translate »