নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মৃত্যুব্যক্তিরা হচ্ছেন সবুজ মিয়া (৩৫) এবং অপরজন হচ্ছেন ইনসান (৩০)। নিহত সবুজ মিয়া নেত্রকোনা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ২ জনের বাড়ি শেরপুর জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সাত শহীদের মাজার থেকে ফেরার পথে তারা বিকাল ৫টার দিকে ফুলবাড়ি এলাকায় পৌঁছাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেতেই দু’জন ঘটনাস্থলেই নিহত হন। কলমাকান্দা থানার এএসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে সবুজ মিয়ার মরদেহ শনাক্ত করেন।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান জানান, ‘লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালেন মর্গে পাঠানো হচ্ছে।’
এবিসিবি/এমআই