নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ১
জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ডালপট্টি এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে ডালপট্টি এলাকার একটি ছয়তলা ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ এক যুবককে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ।
নিহতরা হলেন রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ঋতু চক্রবর্তী (২২)। ২ জনের মধ্যে এক জনের মরদেহ মেঝেতে ও অপর জনের মরদেহ অর্ধেক খাটের ওপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা ও মেয়েকে খুন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
এবিসিবি/এমআই