নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল কলেজ ছাত্রের

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ গেল কলেজ ছাত্রের
জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় ইমন হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ কলেজছাত্র।
বুধবার (২৭ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি আদর্শনগর এলাকার আলী আকবর স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন।
আহত বাকী ২ জন শাহরিয়ার জয় তেজগাঁও পলিটেকনিক এবং মশিউর রহমান রনি নাজিমউদ্দীন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আব্দুল ওহাব বলেন, নিহত ইমন ও হামলাকারী রাসেল ২জন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন রাসেলকে এড়িয়ে চলতে। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে গতকাল সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে আবার রাতে রাসেল বাহিনী ইমন রনির উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমনকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিসিবি/এমআই