Type to search

সারাদেশ

নাটোরের পুলিশ ‘৯৯৯’ ফোনে রক্ষা পেয়েছে ৪০ জীবন

জেলা প্রতিনিধিঃ নাটোরের পুলিশ ‘৯৯৯’ এ ফোন পেয়ে চলনবিলে নৌকা ভ্রমণে আসা ৫ শিশু ও ১২ নারীসহ ৪০ জনের জীবন রক্ষা করেছে। 

বুধবার (২৭ আগস্ট) রাত দেড়টার দিকে ৯৯৯ এ ফোন কল পাওয়ার পর পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে জেলার পুলিশের ৫টি টিম চলনবিলে প্রায় ৩ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে ৪০ যাত্রীসহ পথ হারানো খুঁজে পান নৌকাটি।

৯৯৯ নম্বরে ফোন কল দেওয়া ওই নৌকার যাত্রী পিয়াস সরকার বলেন, তারা নওগাঁর আত্রাই থেকে ৪০ জনের একটি দল তিশীখালী মাজার পরিদর্শনসহ ভ্রমণের জন্য চলনবিলে আসেন একটি নৌকা নিয়ে। চলনবিলের তাড়াশ ও গুরুদাসপুরের বিলসা বেড়ানো শেষে সন্ধ্যা ৬ টার দিকে তারা সিংড়ার তিশীখালী মাজারে যান। সেখান থেকে রাত আনুমানিক ৯ টার দিকে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু প্রায় ৩ ঘণ্টা পথ অতিক্রম করার পরও গন্তব্যে পৌঁছাতে না পারায় বুঝতে পারেন পথ হারিয়েছেন তারা। এ সময় কিছুটা উত্তাল ছিল আবহাওয়া। কোন বাড়ি ঘর চোখে পড়ছিল না এবং কোন আলোর দেখা মিলছিল না। তার অবস্থান এখন কোথায় নৌকার মাঝিও বুঝতে পারছিল না।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সিংড়া থানার ওসি পথ হারানো নৌকার এক যাত্রীর করা ৯৯৯ এ ফোন কল পান। ওই যাত্রীর কাছে নৌকার অবস্থান জানতে চাইলে কিছুই বলতে পারেন না তিনি। আধুনিক প্রযুক্তি ও এলআইসি, সিংড়া উপজেলার বিলদহর এলাকায় কলকৃত ব্যক্তির অবস্থান জানা যায় ঢাকার সহায়তায়। তাদের উদ্ধারের পর আত্রাই সীমান্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

Translate »