থেমে নেই সীমান্তে বিএসএফের গুলি: চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবককের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতর লাশ বিএসএফ নিয়ে গেছে। উভয় সীমান্তে বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানিয়েছেন, রবিবার (১৮ অক্টোবর) ভোর চারটের দিকে দামুড়হুদার ঠাকুরপুর এলাকার সহিদুল ইসলামের পুত্র অমিদুল ইসলাম (২৪) গরু আনার জন্য সীমান্তের ৮৯ পিলারের কাছে অপেক্ষা করছিল। এ সময় বিএসএফের সদস্যরা পিছন থেকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ নিহতর লাশ নিয়ে চলে যায় বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙা ৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক লে.কর্নেল খালেকুজ্জামান জানান, বিএসএফের গুলিতেই তার মৃত্যু হয়েছে। পতাকা বৈঠক ও লাশ ফেরত চেয়ে বিএসএফ কাছে পত্র দেওয়া হয়েছে।