Type to search

সারাদেশ

তফসিলের প্রতিবাদে ৬ গাড়িতে আগুন, পুলিশের ওপর হামলা

নির্বাচনি তফসিল ঘোষণার প্রতিবাদে গতকাল বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, গাজীপুরসহ বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে অসংখ্য যানবাহন। রাজশাহীতে পুলিশের টহল গাড়ি ও বগুড়ায় পুলিশ সুপারের বাংলো ও কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কাকরাইলে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

টিসিবির পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একই সময় দামপাড়া ওয়াসা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
হবিগঞ্জ প্রতিনিধি বলেন, নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করছে বিএনপি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শহরের মুসলিম কোয়ার্টারে অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

বগুড়া থেকে জানান, বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) বাংলো ও কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার তপশিলের প্রতিবাদে রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাজশাহী থেকে জানান, মহানগরীর সপুরা এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় ইটের আঘাতে চার পুলিশ আহত হন। তফসিল ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা চালানো হয় বলে জানা  গেছে।

শ্রীপুর (গাজীপুর) থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে তাকওয়া নামে একটি মিনিবাসে রাত ১২ টার পর আগুন দেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের সামনের এলাকায় রাত ৮টার দিকে একাধিক  গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।

এবিসিবি/এমআই

Translate »