Type to search

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

জেলা প্রতিনিধি: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর লকডাউন শিথিলের ৩য় দিন শনিবার সকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের প্রতিটি সড়ক-মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। এর ফলে মহাসড়ক থেকে শাখা সড়ক সর্বত্রই তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও ঘর মুখো সাধারণ মানুষ। ঈদ উপলক্ষে মানুষের পাশাপাশি পশুবাহী গাড়ি রাজধানীতে প্রবেশ এবং বাহির হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা সড়কগুলোতে যানজট লেগে থাকে।

শুক্রবার ভোর থেকে সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগর থেকে বাড়াইপাড়া পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত আরিচামুখী লেনে ৯ কিলোমিটার ও গেন্ডা থেকে হেমায়েতপুর ৫ কিলোমিটার এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে আশুলিয়া বাজার থেকে ধউর ৩ কিলোমিটার ও জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। এসময় ঢাকা থেকে আরিচাগামী লেনে এ যানজটের ফলে গাবতলী এলাকা থেকে সাভার পৌঁছাতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। এছাড়া সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে নবীনগর-বাইপাইল পর্যন্ত পৌঁছতে সময় লাগে দেড় ঘণ্টা। সেই সঙ্গে তীব্র গরমে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।

সাভার ট্রাফিক ও হাইওয়ে পুলিশ বলেন, ঈদে সড়কে ঘরমুখো মানুষ ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। বৃহস্পতিবার থেকেই রাজধানী ঢাকার প্রবেশমুখ সাভারের সব গুলো সড়কে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে ও ট্রাফিক পুলিশের সদস্যরা সার্বক্ষণিক যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন।

বাইপাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খসরু পারভেজ জানান, বৃহস্পতিবার রাত থেকে নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে গাড়ির চাপ বেশি। যাত্রীবাহী ও পশুবাহী গাড়ির সংখ্যা বেশি। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে খানাখন্দের কারণে যানজট বেশি। কাজ করছি আমরা।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ করিম খান বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন ঘরমুখো অসংখ্য মানুষ। এ জন্য সকালে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ছিল। দুপুরের পর থেকে স্বাভাবিক যান চলাচল করছে। যানজট নিরসনে কাজ করছি।

Translate »