জামালপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আজ ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ৩ জন মারা যান।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এবিসিবি/এমআই