জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ২টি জেলার তাপমাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৬ ও ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।বিষয়টি আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।
প্রচণ্ড এই শীতে সারাদেশেই জনদুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তারপরেও শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্তরা। তাদের আয়-রোজগারে ভাটা পড়ছে।
এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ নানাবিধ রোগব্যাধি। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও প্রবীণ। হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার তুলনায় রোগীর চাপ বেশি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবিসিবি/এমআই