Type to search

সারাদেশ

চুকনগরে সড়ক দূর্ঘটনায় সাতক্ষীরার পৌর ছাত্রলীগকর্মী নিহত, আহত ১

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চুকনগরে সড়ক দূর্ঘটনায় একজন মৃত্যু ও অপরজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম রাজন ইসলাম (২২)। তিনি সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের পারকুখরালী মেঝমিয়ার মোড় এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
আহত যুবকের নাম মেহেদি হাসান (২০)। তিনি সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে। আহত ও নিহত যুবক সাতক্ষীরা পৌর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। রাজনও কলেজ ছাত্র ছিলেন। উভয় সাতক্ষীরা পৌর ছাত্রলীগের কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের
ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেদি ও রাজন মোটর সাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল চালক রাজন ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এঘটনায় গুরুতর আহত হন মেহেদি। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক চালক পালিয়েছে।
Translate »