Type to search

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই ভাইসহ ৩ যুবক নিহত

জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ২ সহোদরসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার জামবারিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও আপন ২ সহোদর গোমস্তাপুর উপজেলার চৌডলা বাজার এলাকার আমজাদ হোসেনের ছেলে জামিল (১৫) এবং কামিল (১৩)।

স্থানীয়রা জানায়, বিকালে ওই সড়কের মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ৩জন মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

Translate »