Type to search

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ৫

জেলা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি-অটোরিক্সার চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পুলিশসহ আরও পাঁচজন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ের চট্টগ্রামমুখী অংশের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকার শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও তার ভাই শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম (৬০)।

আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই মো. মোস্তফা কামাল (৪৫), কনস্টেবল জাকির হোসেন (৪০), আব্দুল আউয়াল (৫০), রফিক (২৫),  শাহ আলী (২৬)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »