চট্টগ্রামে ভয়াবহ পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করা আরও ৮০০ পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৬ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন পাহাড় থেকে এসব পরিবারকে সরানো হয়। এর আগে শনিবার ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে ২ দিনে ১ হাজার ৫০ পরিবারকে সরানো হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের আকবর শাহ ও খুলশী থানা এলাকার ৭টি পাহাড়ে টানা অভিযান চালানো হয়। এ সময় এসব পরিবারকে সরিয়ে আনা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ‘চট্টগ্রামে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ে বসবাসরতদের মাইকিং করে সচেতন করতে ও নিরাপদ স্থানে সরে যেতে সর্বক্ষণ জেলা প্রশাসনের একাধিক টিম কাজ করছে। কয়েক দফায় ১ হাজার ৫০ পরিবারকে সরানো হয়েছে। তাদের আশ্রয়কেন্দ্রে নিয়েছি আমরা। আরও অনেক পরিবারকে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত আছে।
তিনি আরও জানান, চট্টগ্রামের সব পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘বিজয়নগর পাহাড়, শান্তিনগর, ঝিলের তিনটি পাহাড় ও বেলতলীঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসব পাহাড় থেকে ৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া খুলশী থানার মতিঝর্ণা পাহাড় থেকে আরও ৩০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। তাই জেলা প্রশাসনের সঙ্গে আমরাও অভিযানে অংশ নিয়ে অনেক পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। লাগাতার বর্ষণে যেন তারা আবারও ঝুঁকিপূর্ণ পাহাড়ে আসতে না পারে সেজন্য আমাদের কঠোর নজরদারি রয়েছে।
এবিসিবি/এমআই