চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যৃ, আহত ৩

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ১৪ নম্বর ঘাটের কাছে একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে (অফডক) বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হয়েছে। আগুনে ঝলসে আরও কমপক্ষে ৩ শ্রমিক আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত বিস্ফোরণে নিহত শ্রমিকরা হলো-মেকানিক মো. নেওয়াজ উদ্দিন (২৬), মেকানিক্যাল হেলপার মোকতার হোসেন (২০) এবং হেলপার আরমান উদ্দিন। নগরীর লালদীঘির পাড় এলাকায় আরমান উদ্দিনের বাড়ি। অন্যদের ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংকে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার হামিদ উল্লাহ বলেন, কনটেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৩ জনকে চমেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এতে ৩জন মারা গেছে বলে শুনেছি।
পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকন্ট্রেড নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে।