চকরিয়ায় লেগুনাকে পিকনিক বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু, আহত ৮

জেলা প্রতিনিধিঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-উত্তর হারবাং এলাকায় লেগুনাকে ধাক্কা দিয়েছে উল্টো দিক থেকে আসা পিকনিকের বাস। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও এসআই খোকন কান্তি রুদ্র। এতে আটজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর এসেছে।
সূত্র জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
এরই মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- চকরিয়া-হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন। তবে আহতদের পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়নি।
আহতদের হাসপাতালে পাঠানোর সংবাদ নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ভূঁইয়া জানান, ‘সকালে কক্সবাজারগামী একটি পর্যটকবাহী বাস মহাসড়কের চকরিয়া-উত্তর হারবাং এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লেগুনার ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে লেগুনার ৪ যাত্রী নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
এবিসিবি/এমআই