Type to search

সারাদেশ

খুলনায় যেসব স্থানে টিসিবির পণ্য পাওয়া যাবে

জেলা প্রতিনিধিঃ খুলনায় ২য় পর্যায়ে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম। আগে থেকে পণ্য বিক্রির দিন, সময় ও স্থান জানতে না পারায় ভোগান্তিতে পড়েন কার্ডধারীরা। দুপুর ১২টা থেকে পণ্য বিক্রি শুরু হলেও অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকেন। যে কারণে এবার আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে তারিখ ও সময়।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার নগরীর ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পণ্য বিক্রি করা হবে। কার্ডের সিরিয়াল নম্বর অনুসারে আগের স্থানেই পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ওয়ার্ডে ২ হাজার করে কার্ডধারী পণ্য পাবেন।

১০ এপ্রিল রোববার নগরীর ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে, ১১ এপ্রিল ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে, ১২ এপ্রিল ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে, ১৩ এপ্রিল ২১, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে, ১৭ এপ্রিল ২৫, ২৬, ২৭, ২৮ নম্বর ওয়ার্ডে এবং ১৮ এপ্রিল ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে পণ্য বিক্রি করা হবে। ১৯ এপ্রিল বিশেষ কার্ডধারীদের (সিএএমএস) নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত দিনে দুপুর ১২টা থেকে নিজ নিজ ওয়ার্ডের ৪টি স্থানে একযোগে পণ্য বিক্রি হবে। কার্ডের সিরিয়াল নম্বর অনুযায়ী পণ্য বিক্রির স্থান নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলর এলাকায় জানিয়ে দেবেন।

টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, খুলনা সিটি করপোরেশনসহ জেলার নয়টি উপজেলায় মোট এক লাখ ৯১ হাজার ৭১৬ উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। ১ম পর্যায়ে গত ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রত্যেক উপকারভোগীর কাছে ২ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ২ লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আগের পণ্যের সঙ্গে ২ কেজি ছোলা যুক্ত করা হয়েছে। একজন কার্ডধারী প্রতি কেজি ডাল ৬৫, চিনি ৫৫, ছোলা ৫০ এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় কিনতে পারবেন।

এবিসিবি/এমআই

Translate »