খুলনায় ভাঙা হচ্ছে শেখ বাড়ি
খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ি।
বুধবার রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তাঁরা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেয়া শুরু করেন।
গত ৪ ই আগস্ট এই বাড়িতে ছাত্র জনতা অগ্নিসংযোগ করে। পরের দিন আবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।